জিবিনিউজ 24 ডেস্ক //
শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল, চাদর) বিতরণ করেছে কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (ইউ.কে)।
২৬ জানুয়ারি মঙ্গলবার বেলা ১টার দিকে কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চার শতাধিক শীতার্থ মানুষের মাঝে তা বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।
এ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে এবং প্রেসক্লাব কুলাউড়া'র সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, কুলাউড়া সাংবাদিক সমিতির সভাপতি মোক্তাদির হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আলাউদ্দিন কবির, শাকির আহমদ, জিয়াউল হক জিয়া, ব্যবসায়ী ফারুক আহমদসহ অনেকে।
আলোচনা শেষে অতিথিরা শীতার্ত অসহায় মানুষদের হাতে চাদর ও কম্বল তুলে দেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন