শ্রীমঙ্গল ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহত

gbn

 জিবিনিউজ 24 ডেস্ক //

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় নিহত হয়েছেন। খুনের দায়ে ছোট ভাইকে দা’সহ আটক করেছে থানা পুলিশ।

বুধবার (২০ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর চা বাগানের ঝর্ণাটিলা দক্ষিণ লাইনে ঘটনাটি ঘটে।

জানা গেছে, ছোট ভাই সঞ্জিত কৈরার স্ত্রীর কাছে বড় ভাই রঞ্জিত কৈরার স্ত্রী একটি সাউন্ড বক্স চাইলে ছোট ভাইয়ের স্ত্রী দিতে রাজি হয়নি। এনিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। বড় ভাই ও ছোট ভাই কাজ থেকে ফিরলে এনিয়ে ঝগড়া বাঁধে। কথা কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই দা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলে বড় ভাইয়ের মৃত্যু হয় ।

সেখান থেকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার বড় ভাইকে মৃত ঘোষণা করেন। এঘটনায় ছোট ভাই সঞ্জিত কৈরাকে দা সহ আটক করেছে পুলিশ।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুছ ছালেক  বলেন, খুনি ছোট ভাইকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন