জিবিনিউজ 24 ডেস্ক //
মৌলভীবাজারের বড়লেখায় আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরীর সমর্থনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত কর্মীসভা ও মিছিল হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে পৌরসভা মিলনায়তনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অ্যাডভোকেট জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব সালেহ আহমদ জুয়েলের সঞ্চালনায়প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হক।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি, বড়লেখা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মোহাম্মদ তাজউদ্দিন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু আহমদ হামিদুর রহমান শিপলু প্রমুখ।
এসময় শাহজালাল বিশ্ববিদ্যালয় (শাবি) ছাত্রলীগের সাবেক আহবায়ক শামসুজ্জামান চৌধুরী সুমন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশিদ রাজি, বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মো. ময়নুল ইসলাম, চম্পক দাস, ফরহাদ আহমদ, কামরান হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুল মান্নান, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা মফিজুর রহমান রাসেল, কামরুজ্জামান রাসেল, তালিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অজিত দাস, বর্ণী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আফতাবুর রহমান বাবল, সাবেক ছাত্রলীগ নেতা পৃথ্বীশ চক্রবর্তী, কাউসার আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বর্ধিত সভা শেষে দুপুর আড়াইটার দিকে বড়লেখা পৌর শহরে নৌকার সমর্থনে মিছিল করা হয়।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন