মাদকের মতো হও, তাদেরকে তোমার জন্য মরতে দাও: মন্দিরা

gbn

ঢালিউড অভিনেত্রী মন্দিরা চক্রবর্তীর কয়েক বছর আগে গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হয়। এরপর অভিনেতা আরিফিন শুভর বিপরীতে ‘নীলচক্র’ সিনেমায় অভিনয় করে নিজেকে পরিচিত করে তোলেন। সময়ের সঙ্গে সঙ্গে এখন দর্শকদের চেনা ও পছন্দের মুখ হয়ে উঠছেন মন্দিরা। এখন অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব আছেন অভিনেত্রী। প্রায়ই নিজেকে মেলে ধরেন নানা রূপে নানা ভঙ্গিতে। এবারও যেন তার ব্যতিক্রম হলো না। আবারও তাকে দেখা গেছে ভিন্ন রূপে।

মন্দিরা চক্রবর্তী অভিনয়ের আগে নৃত্যশিল্পী হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন। ছোটবেলা থেকে তিনি কত্থক নাচের প্রশিক্ষণ নেন এবং এই নাচের জন্য তিনি তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন। ২০১২ সালে নৃত্য প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘সেরা নাচিয়ে’-তে অংশ নিয়ে তিনি রানার্সআপ হয়েছিলেন। এরপর নাচের পাশাপাশি তিনি নাটক ও বিজ্ঞাপনে কাজ শুরু করেন। এ পর্ব পেরিয়ে সিনেমায় নাম লেখান অভিনেত্রী। দুটি সিনেমা করেছেন। তবে বর্তমানে তার নতুন কোনো সিনেমার খবর পাওয়া না গেলেও সামাজিক মাধ্যমে তাকে দেখা গেছে।

সামাজিক মাধ্যমে শনিবার (৬ ডিসেম্বর) রাতে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। সেই ছবিগুলোতে তার গ্ল্যামারাস লুক নজর কেড়েছে নেটিজেনদের মাঝে। সেখানে দেখা গেছে, মন্দিরা পরেছেন চকলেট বা গাঢ় বাদামি রঙের একটি বডিকন গাউন। স্লিভলেস এই পোশাকটিতে রয়েছে সোনালি স্ট্র্যাপ এবং বুক ও কোমরের অংশে কার্ভি ফিটিং, যা তাকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে; উঠে এসেছে বোল্ডনেস!

সেই ছবিগুলোতে এক আবেদনময়ী অভিব্যক্তি ছিল তার প্রতিটি পোজেই। তার হাতে ছিল হালকা অলঙ্কার—বড় মেটালের বালা ও আঙুলে বাহারি আংটি; সঙ্গে খোলা ঢেউ খেলানো চুল যেন রীতিমতো ছড়িয়ে দেয় তার রূপের মাদকতা! সেই ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘মাদকের মতো হও, তাদেরকে তোমার জন্য মরতে দাও।’

মন্দিরার এই পোস্টটি সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলে দিয়েছে নেটিজেনদের মাঝে। তার মন্তব্যের ঘরে তার ভক্ত ও অনুসারীরা রূপ ও স্টাইলের প্রশংসা করেছেন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন