নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাবের অভিষেক হচ্ছে বিশ্বখ‍্যাত ম্যারিয়টের বলরুমে আজ ৬ই ডিসেম্বর, শনিবার!

gbn

হাকিকুল ইসলাম খোকন, নবগঠিত নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স চার্টার্ড ক্লাবের অভিষেক অনুষ্ঠান আজ  ৬ ডিসেম্বর ২০২৫,শনিবার, সন্ধ্যা ৬টায় ,নিউইয়কের লাগডিয়া এয়ার পোটের পাশে মেরিট হোটেলের বলরুমে অনুষ্ঠিত হবে।

গত  সোমবার,২৪  নভেম্বর ২০২৫,ক্লাবের প্রেসিডেন্ট  লায়ন তারেক হাসান খান এবং অভিষেক কমিটির কনভেনার ও বিশিষ্ট ব্যবসায়ী  লায়ন নাঈম আহমেদ এর নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল লাগার্ডিয়া মেরিট হোটেল কর্তৃপক্ষ এর সাথে চুক্তিবদ্ধ হন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন: ক্লাব সেক্রেটারি লায়ন আহমেদ সোহেল, অভিষেক কমিটির সদস্য সচিব লায়ন আমির হোসেন কামাল, চিফ কোঅর্ডিনেটর লায়ন মনিরুল ইসলাম, লায়ন জামিল হোসেন, লায়ন আনোয়ার হক, লায়ন ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, লায়ন মোঃ হুদা, লায়ন শাহিনুর রহমান বিপ্লব, লায়ন ইশতিয়াক রুমি, লায়ন সাজ্জাদ রহমান খান,দুলাল বেহেদু ও মিসেস কবরি ।

 

ক্লাবের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এই অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হবে এবং নতুন ক্লাবের কার্যক্রমকে শক্তিশালী করবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন