টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন রিজেনারেশন ও ডেভেলপমেন্ট পরিচালক নিয়োগ

gbn

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল তাদের নতুন রিজেনারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর হিসেবে হানাহ ড্যালগ্লিশ-কে নিয়োগ দিয়েছে। তিনি ২০২৬ সালের শুরুর দিকে কাউন্সিলে যোগ দেবেন।
হানাহ ড্যালগ্লিশ সরকারি ও বেসরকারি - দুই খাতেই ১৯ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা নিয়ে আসছেন। তাঁর কর্মজীবনে তিনি জটিল মিশ্র-ব্যবহারের রিজেনারেশন প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছেন। সর্বশেষ তিনি ওয়ালথাম ফরেস্ট কাউন্সিলে সিনিয়র পদে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে ছিল ডিরেক্টর অব ক্যাপিটাল ডেলিভারি এবং অ্যাক্টিং করপোরেট ডিরেক্টর অব প্রপার্টি অ্যান্ড ডেলিভারি। সেখানে তিনি ১৫০ মিলিয়ন পাউন্ড মূল্যের ক্যাপিটাল প্রোগ্রাম এবং ২,০০০ নতুন আবাসন নির্মাণের নেতৃত্ব দিয়েছেন।
এর আগে হানাহ নয় বছর হ্যাকনি কাউন্সিলে কাজ করেছেন, যেখানে তিনি বৃহৎ এস্টেট রিজেনারেশন প্রকল্প পরিচালনা এবং বরোর সামগ্রিক রুপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
নতুন দায়িত্ব সম্পর্কে কথা বলতে গিয়ে হানাহ ড্যালগ্লিশ বলেন, “টাওয়ার হ্যামলেটসের মতো প্রাণশক্তি, বৈচিত্র্য এবং উচ্চাকাঙ্ক্ষায় ভরপুর এলাকার এই গুরুত্বপূর্ণ সময়ে ভূমিকা নিতে পেরে আমি উচ্ছ্বসিত। আমার মূল লক্ষ্য হবে মানসম্মত আবাসন নিশ্চিত করা, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং প্রতিটি রিজেনারেশন প্রকল্পের মাধ্যমে বাসিন্দা ও ব্যবসার জন্য স্থায়ী ও অর্থবহ সুবিধা সৃষ্টি করা। এটি শুধু অবকাঠামোগত পরিবর্তন নয়; বরং আমাদের কমিউনিটির সঙ্গে বিশ্বাস গড়ে তোলা, সুযোগের দুয়ার খুলে দেওয়া এবং মানুষের বসবাসের জায়গা নিয়ে গর্ববোধকে আরও শক্তিশালী করা।”
হাউজিং অ্যান্ড রিজেনারেশনের করপোরেট ডিরেক্টর ডেভিড জয়েস বলেন, “আমরা হানাহকে টাওয়ার হ্যামলেটসে স্বাগত জানাতে পেরে অত্যন্ত আনন্দিত। হ্যাকনি ও ওয়ালথাম ফরেস্টে রিজেনারেশনকে এগিয়ে নেওয়ার তাঁর অসাধারণ সাফল্য অনেক কিছু বলে - বিনিয়োগ আকর্ষণ থেকে শুরু করে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করা পর্যন্ত, তিনি বাস্তবে কমিউনিটির জীবনমান উন্নত করেছেন।
টিটেনি বলেন, “আমরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি, তাঁর অভিজ্ঞতা, উদ্যম ও দৃষ্টিভঙ্গি কিভাবে টাওয়ার হ্যামলেটসের সম্ভাবনাকে নতুনভাবে গড়ে তুলতে সহায়তা করে। বরোর শক্তিকে আরও এগিয়ে নিতে এবং উচ্চাকাঙ্ক্ষী পরিবর্তন বাস্তবায়নে আমরা একসঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।”

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন