জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার(১৮’ডিসেম্বর) এ উপলক্ষে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভা আয়োজন করে।
সভায় বক্তব্য দেন,জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ,অতিরিক্ত জেলা প্রশাসক তাজকির-উজ-জামান, চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের(টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী নাবিলা নুঝাত, কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক কার্তিক চন্দ্র দেবনাথ, চাঁপাইনবাবগঞ্জ শাখা প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মো.সানাউল্লাহ,স্থানীয় প্রয়াস এনজিও প্রধান হাসিব হোসেন প্রমুখ। বক্তরা নিরাপদ অভিভাসন ও দক্ষ হয়ে বিদেশ গমনকে সর্বোচ্চ গুরুত্ব দেন।
সভা শেষে মঞ্চে দিবসটি উপলক্ষে অনলাইন রচনা প্রতিযোগিতায় ৩ বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী ৩ জনের পরিবারকে সন্মাননা প্রদান, প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসী কর্মীদের মেধাবী ৪৩ সন্তানকে ৯ হাজার ৯শত টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান ও করোনার কারণে বিদেশ ফেরৎ দু’জনকে স্বল্প সুদে ঋণ প্রদান করেন অতিথিরা। অনুুুুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে টিটিসি, প্রবাসী কল্যাণ,অগ্রণী ও ইসলামী ব্যাংক,প্রয়াস এনজিও এবং ওয়েষ্টার্ণ ইউনিয়ন। ##

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন