মৌলভীবাজারের কুলাউড়ায় সমাজসেবক জদিদ হায়দার চৌধুরী আর নেই

gbn

কুলাউড়া প্রতিনিধি //

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা জাতীয় পার্টি (কাজী জাফর) সভাপতি, হাজীপুর বালিকা উচ্চবিদ্যালয়ের সভাপতি ও সমাজসেবক জদিদ হায়দার চৌধুরী (৭০) আর নেই।

মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
 

এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (কাজী জাফর) কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান, কেন্দ্রীয় সদস্য লুৎফুর রহমান চৌধুরী হেলাল, উপজেলা সাধারণ সম্পাদক ফজলে মাওলা চৌধুরী ফুয়াদ প্রমুখ।

নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন