করোনায় ৩৬ জনের মৃত্যু,আক্রান্ত ১১৩৪

 জিবিনিউজ 24 ডেস্ক //

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ১৯২ জনে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৩৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৪ লাখ ৯৬ হাজার ৯৭৫ জন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বৃহস্পতিবার সকাল পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ২৩৯ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৩১ হাজার ৫৯০ জন। মৃতদের মধ্যে পুরুষ ২৭ জন এবং নারী ৯ জন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ২০ জন, চট্টগ্রামে ৮ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় ১ জন, সিলেটে ১ জন, রংপুরে ৩ জন, ময়মনসিংহ ১ জন রয়েছেন।

এদিকে, বিশ্বব্যাপী করোনাভাইরাস থেকে সুস্থ্য হওয়া মানুষের সংখ্যা পাঁচ কোটি ছাড়াল। করোনা নিয়ে নিয়মিত আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মোট মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ২৩ লাখ ৬৩ হাজারের বেশি।

এছাড়াও ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৮০৬ জন। একই সময় পর্যন্ত সারা বিশ্বে করোনার ছোবলে মারা গেছেন ১৬ লাখ ৫৫ হাজার ৪৪ জন।

যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে নতুন করে করোনার সংক্রমণ বাড়ছে। সংক্রমণের দ্বিতীয় ধাক্কা ঠেকাতে ইউরোপের বিভিন্ন দেশ ইতিমধ্যে কিছু বিধিনিষেধ আরোপ করেছে।

এখন পর্যন্ত বিশ্বে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৭৩ লাখ ৯২ হাজার ৬১৮ জন। মারা গেছেন ৩ লাখ ১৪ হাজার ৫৭৭ জন। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ১ লাখ ৭০ হাজারের বেশি রোগী।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৯৯ লাখ ৫১ হাজার ৭২ জন। মারা গেছেন প্রায় ১ লাখ ৪৪ হাজার ৪৮৭ জন। সংক্রমিতদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯৪ লাখ ৮৯ হাজার ১৪৩ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৭০ লাখ ৪২ হাজার ৬৯৫ জন। মারা গেছেন ১ লাখ ৮৩ হাজার ৮২২ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৬১ লাখ ৩২ হাজার ৬৮৩ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। ছয় নম্বরে অবস্থান যুক্তরাজ্যের। সাতে ইতালি।

তালিকায় বাংলাদেশের অবস্থান ২৬তম স্থানে। দেশে এখন পর্যন্ত শনাক্ত করোনা রোগীর সংখ্যা ৪ লাখ ৯৫ হাজার ৮৪১ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৭ হাজার ১৫৬ জন এবং চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ২৯ হাজার ৩৫১ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে ভাইরাসটি। ইতোমধ্যে দুই শতাধিক দেশ ও অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে অদৃশ্য এই ভাইরাসটি।

অন্যদিকে, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর বর্তমানে দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা তিন লাখ অতিক্রম করে গত ২৬ আগস্ট এবং মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন