মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের অন্যতম বৃহৎ রিফাইনারি শেভরনের এল সেগুন্ডো প্লান্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে বলে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসামের প্রেস অফিস জানিয়েছে।
লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, আগুন লাগার কারণ এখনো পরিষ্কার নয়। সিবিএস-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের খবর পাওয়ার পর পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
নিউসামের প্রেস অফিস এক বিবৃতিতে জানায়, আমাদের অফিস স্থানীয় ও অঙ্গরাজ্য সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করছে, যাতে জননিরাপত্তা নিশ্চিত করা যায়।
সিবিএস জানিয়েছে, পুলিশ কোনো তাৎক্ষণিক হতাহতের খবর পায়নি এবং কাউকে সরিয়ে নেওয়ারও প্রয়োজন পড়েনি। লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপারভাইজর হোলি মিচেল বলেন, ‘আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য চেষ্টা চালানো হচ্ছে।’
শেভরনের ওয়েবসাইট অনুসারে, এল সেগুন্ডো রিফাইনারিটির দৈনিক প্রক্রিয়াকরণ ক্ষমতা ২ লাখ ৯০ হাজার ব্যারেল এবং এখানে মূলত গ্যাসোলিন, জেট ফুয়েল ও ডিজেল উৎপাদিত হয়।
রিফাইনারির মোট সংরক্ষণ ক্ষমতা প্রায় ১ কোটি ২৫ লাখ ব্যারেল, যা ১৫০টিরও বেশি বড় ট্যাঙ্কে রাখা হয়।
লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস বলেন, ‘শহরের অগ্নিনির্বাপক বিভাগ যেকোনো প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তুত। তবে আগুনের কারণে এখন পর্যন্ত লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর কোনো প্রভাব পড়েনি।’
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন