আটলান্টিক সিটি কাউন্সিল নির্বাচনে লড়ছেন কুলাউড়ার সোহেল আহমদ

gbn

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ আগামী চার নভেম্বর, মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে কাউন্সিল এট লারজ পদে ডেমোক্রেটিক দলের মনোনীত প্রার্থী হিসেবে মেয়র প‍্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি আমেরিকান সোহেল আহমদ। প্রথম বাংলাদেশি আমেরিকান হিসাবে এই নির্বাচনে জয় পেয়ে ইতিহাস সৃষ্টির অপেক্ষায় আছেন তিনি। তিনি মৌলভীবাজারের কুলাউড়ার সন্তান বাংলাদেশি আমেরিকান সোহেল আহমদ।
 
বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সন্তান সোহেল আহমদ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অ্যাটলান্টিক কাউন্টির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত।
তাঁর নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রয়েছে সিটি হলে নতুন নেতৃত্ব আনয়ন, নিরাপদ এবং পরিস্কার পরিচ্ছন্ন রাস্তা ঘাট, কর হ্রাস,নিরাপত্তা , অবকাঠামোগত উন্নয়ন ইত্যাদি।
সিটি কাউন্সিল এট লারজ নির্বাচনে সোহেল আহমদকে বিজয়ী করার লক্ষ্যে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি নির্বাচন পরিচালনা কমিটি তাঁর পক্ষে প্রচারাভিযান চালিয়ে যাচ্ছে।
বিগত জুন মাসের প্রাইমারি নির্বাচনের মতো আগামী নভেম্বর মাসের চূড়ান্ত নির্বাচনেও তাঁকে সহ মেয়র প‍্যানেলের সব প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য তিনি ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
সোহেল আহমদ নিজেও নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে বেশ আশাবাদী।
আগামী চার নভেম্বর ,মংগলবার অনুষ্ঠিতব্য নির্বাচনে কাউন্সিল এট লারজ পদে সোহেল আহমদ এর ভাগ্যে শিকে ছিঁড়বে কিনা তা দেখার অপেক্ষায় আটলান্টিক সিটির প্রবাসী বাংলাদেশিরা।তাঁরা সোহেল আহমেদকে শুভ কামনা জানিয়ে তাঁর বিজয় দেখার অপেক্ষায় প্রতীক্ষার প্রহর গুনছেন ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন