রুবেল আহমেদ || মৌলভীবাজার সদর প্রতিনিধি::- মৌলভীবাজারে বাংলাদেশ প্রেস ক্লাব জেলা শাখার পক্ষ থেকে স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে।
বুধবার (১৬ ডিসেম্বর) সূর্য দয়ের সাথে সাথে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখা ।
এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এম.এ রুমান আহমেদ, মোফাদ আহমেদ মোরাদ, এনামুল হক আলম,এস.এম কিবরিয়া, রুবেল আহমেদ, মামুন আহমেদ ও মোহাম্মদ রাসেল।
পুস্পস্তপক অর্পনের সময় বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এম.এ রুমান আহমেদ বলেন,আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।
দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী লড়াই। যে লড়াইয়ে লাখো প্রাণের বিনিময়ে ১৯৭১ সালের আজকের দিনে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। জাতি আজ গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সঙ্গে স্মরণ করবে সেইসব শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন