কুলাউড়ায় আহমেদ জে. সোহানের ১৫তম মৃ ত্যু বার্ষিকী পালিত

gbn

কুলাউড়া প্রতিনিধি //

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ধামুলীতে অবস্থিত আহমদ সোহান সোনালী উচ্চবিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আহমেদ জে. সোহানের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর ও বিদ্যালয়ের সভাপতি মহিব উল্যাহ।

 

 

শিক্ষক নজরুল ইসলাম হেলালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল লতিফ, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি এমএ মুহাইমিন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জয়নাল আবেদীন, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল খালিক এবং দক্ষিণ ধামুলী জামে মসজিদের খতিব হাফেজ জয়নাল আবেদীন।

সভাশেষে মরহুম আহমেদ জে. সোহানের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন হাফেজ জয়নাল আবেদীন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রস্থ বাঙালি কমিউনিটি নেতা, কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ ও কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষিকা জাহানারা সিরাজ লক্ষ্মীর একমাত্র পুত্র আহমেদ জে. সোহান ২০১০ সালের ৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন