হাকিকুল ইসলাম খোকন,
নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) ডেপুটি ইন্সপেক্টর হিসাবে পদোন্নতি লাভ করেছেন বৃহত্তর সিলেটের সন্তান কারাম চৌধুরী। আগামী ৯ সেপ্টেম্বর মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তার হাতে পদোন্নতির সনদ তুলে দেবেন পুলিশ কমিশনার জেসিকা টিশ। কারাম চৌধুরী বর্তমানে নিউইয়র্ক পুলিশের ১০৪ প্রিসিঙ্কটের কমান্ডিং অফিসার।
এর আগে ২০১৯ সালের ৩০ অক্টোবর ক্যাপ্টেন হিসাবে পদোন্নতি লাভ করেন তিনি। কারাম চৌধুরী বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার তিলাগাঁও গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন চৌধুরীর একমাত্র পুত্র কারাম চৌধুরী ১৯৯৩ সালে মাত্র ১১ বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসেন। ২০০৫ সালে যোগ দেন নিউইয়র্ক পুলিশের অফিসার পদে।নিউইয়র্ক পুলিশের ইন্সপেক্টর ও ৮১ প্রিসিঙ্কটের কমান্ডিং অফিসার খন্দকার আব্দুল্লাহ কারাম চৌধুরী তার কাজিন।
এখানে উল্লেখ্য, নিউইয়র্ক পুলিশের ক্যাপ্টেন হতে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এর উপরের সবগুলো পদ, অর্থাৎ ডেপুটি ইন্সপেক্টর থেকে কমিশনার পদে পদোন্নতি রাজনৈতিক বিবেচনায় হয়ে থাকে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন