সন্তান জন্মের পর চরম অর্থকষ্টে ভুগেছেন অপু বিশ্বাস, বিক্রি করে দেন সব গহনা!

gbn

শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন অপু বিশ্বাস, হয়েছেন সফলও। এই জুটির একাধিক সিনেমা ব্লকবাস্টার তকমা পাওয়ায় তাকে ঢালিউড কুইনও বলা হয়। 

ক্যারিয়ারের তুঙ্গে থাকা সময়েই সেই ঢালিউড কুইন নাকি অর্থকষ্টে ভুগেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটা নিজেই জানিয়েছেন অপু বিশ্বাস।

 

এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে অপু জানিয়েছেন, এখন তিনি আর্থিকভাবে সফল হলেও একটা সময় অনেক অর্থকষ্টে ভুগেছেন।

অপু বিশ্বাসের কথায়, ‘এই ঘটনাটি ঘটেছিল জয় জন্মানোর পর, যখন তাকে নিয়ে ভারত থেকে দেশে ফিরি। হাতে একেবারেই কোনো টাকা-পয়সা ছিল না, ব্যাংকে তো দূরের কথা। তখন বুঝেছি, যাদের অর্থের অভাব আছে তাদের প্রতিটি দিন কিভাবে হিসাব করে চলতে হয়।

আমিও সেই থেকে মিতব্যয়ী হয়েছি অনেকটা।’

 

এরপর এই নায়িকা বলেন, ‘আপনারা দেখবেন আমি অনেক বেশি সোনার গয়না পরি। সোনার গয়না আমার খুব ভালো লাগে। তাই যখন নিয়মিত সিনেমা করতাম, তখন দেশে কিংবা দেশের বাইরে— যেখানেই কোনো সোনার গয়না পছন্দ হয়ে যেত, কিনে ফেলতাম।

তখন তো কিনতাম শখ পূরণের জন্য। কিন্তু সেই গয়নাগুলোই যে আমার এমন বাজে পরিস্থিতিতে কাজে লাগবে, তা কখনো কল্পনাও করিনি। ওই সময় আমার অনেকগুলো সোনার গয়না বিক্রি করে ভালো অঙ্কের টাকা পাই। যা দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিলাম। এরপর তো আবার কাজে ফিরে একটু একটু করে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি।

 

এরপর কিছু সিনেমায় অভিনয় করলেও সেভাবে তা সাফল্য পায়নি। অপু এখন বিভিন্ন পণ্য বা প্রতিষ্ঠানের প্রচারণায় ব্যস্ত আছেন। পাশাপাশি নাম লিখিয়েছেন ব্যবসায়ও।

জিবি নিউজ24ডেস্ক//

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন