প্রবাসী অধ্যুষিত সিলেট থেকে সেটেলমেন্ট প্রেস না সরানোর আহ্বান খন্দকার মুক্তাদিরের

gbn

জিবি নিউজ প্রতিনিধি//

সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেস ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। 

 

 

 

বুধবার (২০ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, সিলেট একটি প্রবাসী অধ্যুষিত বিভাগীয় শহর। একজন প্রবাসী মাত্র কয়েক দিনের জন্য দেশে আসেন। এই সময়ের মধ্যে তাদের জায়গা-জমির কাগজপত্র সংগ্রহ করতে হয়। কিন্তু সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেস যদি ঢাকায় চলে যায়, তাহলে মানুষের দুর্ভোগ আরোও বাড়বে। 

 

প্রত্যেকটি মানুষের নাগরিক অধিকার হচ্ছে দ্রুত সেবা পাওয়া। সিলেট থেকে প্রেস ঢাকায় স্থানান্তর হলে সিলেটবাসীর দুর্ভোগ বাড়বে। বিষয়টি বিবেচনায় নেয়া প্রয়োজন। যেখানে নাগরিকের সেবা নিশ্চিত করার কথা, সেখানে বিড়ম্বনা সৃষ্টি করা ঠিক হবে না। এই বিষয়টি সিলেটের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেস ঢাকায় স্থানান্তর করলে সমগ্র সিলেটবাসী বিপাকে পড়বেন। 

 

 

তাই বিষয়টি বিবেচনা করে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সিলেটবাসীর স্বার্থে এই ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। সিলেটের মানুষের কথা চিন্তা করে এধরণের সিদ্ধান্ত বাতিল করার আহবান জানাচ্ছি। কর্তৃপক্ষের কাছে আহবান যে, সিলেটবাসীর স্বার্থে এধরনের সিদ্ধান্ত থেকে সরে আসেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন