মৌলভীবাজারের কুলাউড়ায় পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও শিক্ষা উপকরণ বিতরণ

gbn

কুলাউড়া প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উত্তর কুলাউড়া উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

 

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ মুশফিকুর রহমান।

বক্তব্যে তিনি বলেন, গাছ লাগাই, জীবন ও পরিবেশ বাঁচাই- এই স্লোগানকে সামনে রেখে পূবালী ব্যাংক সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। পাশাপাশি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে এই উদ্যোগ আরও সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্বাগত বক্তব্য রাখেন পূবালী ব্যাংকের কুলাউড়া শাখার ব্যবস্থাপক আবুল খায়ের মো. ইকবাল। সিনিয়র শিক্ষক মো. বাচ্চু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার জোতির্ময় দাশ।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মো. হাফিজ উদ্দিন ও চন্দন কুমার শীল, খুদে শিক্ষার্থী সালমান আহমদ এবং জাহরা জান্নাত মুনতাহা।

ব্যবস্থাপক আবুল খায়ের মো. ইকবাল জানান, কর্মসূচি শেষে ১২০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং স্কুলে ২০০টি বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন