কুলাউড়া প্রতিনিধি //
মৌলভীবাজারের কুলাউড়ায় সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে স্পেশাল ট্রেন চালু এবং আখাউড়া-সিলেট রেলপথ সংস্কারসহ ৮ দফা দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) দুপুরে কুলাউড়া জংশন স্টেশন চত্বরে ‘কুলাউড়ার সর্বস্তরের ট্রেন যাত্রীবৃন্দ’ আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক যাত্রী, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
আন্দোলনের সমন্বয়ক সাংবাদিক আজিজুল ইসলামের সভাপতিত্বে ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই এবং ইসলাম উদ্দিনের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাস খান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এএনএম আবেদ রাজা, উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ, সাংবাদিক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, নাজমুল বারী সুহেলসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতারা।
বক্তারা ৮ দফা দাবির মধ্যে উল্লেখ করেন, সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রুটে ২টি স্পেশাল ট্রেন চালু, আখাউড়া-সিলেট রেলপথ ডুয়েল গেজ ডাবল লাইনে উন্নীতকরণ, অন্তত একটি লোকাল ট্রেন চালু, বন্ধ স্টেশন চালুকরণ, কুলাউড়া জংশনে আসনসংখ্যা বৃদ্ধি, আন্তঃনগর কালনী ও পারাবত এক্সপ্রেসে অযৌক্তিক যাত্রাবিরতি প্রত্যাহার, ট্রেনের সিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন সংযোজন ও যাত্রী চাহিদা অনুযায়ী বগি বৃদ্ধি।
কর্মসূচিতে সমন্বয়ক আজিজুল ইসলাম ঘোষণা দেন- আগামী ১১ আগস্ট রেল উপদেষ্টা, সচিব ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। ১২-১৫ আগস্ট সিলেট বিভাগের বিভিন্ন স্টেশনে মতবিনিময় ও প্রচারপত্র বিতরণ ও ১৬ আগস্ট কুলাউড়া জংশনে প্রতিবাদসভা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন