কুলাউড়া প্রতিনিধি //
মৌলভীবাজারে প্রায় ৭৩ লাখ টাকার ভারতীয় চোরাই প্রসাধনী পণ্যসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় ট্রাকচালককেও আটক করা হয়। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে সদর উপজেলার একাটুনা ইউনিয়নের তালতলা (রায়শ্রী) এলাকায় এ অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
ট্রাকটি সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ ও রাজনগর হয়ে মৌলভীবাজার শহরে প্রবেশ করছিলো। গ্রেপ্তার ট্রাকচালক মো. লালন মিয়া (২৮) রাজনগর উপজেলার মুটুকপুর গ্রামের বাসিন্দা।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযানে ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী পণ্য উদ্ধার করা হয়। এ ছাড়া ট্রাকের ভেতর থেকে প্রায় ৩০০ কেজি খালি কার্টুন ও একটি নীল রঙের তেরপালও উদ্ধার করা হয়েছে। জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ৭৩ লাখ ৪৮ হাজার ৮২০ টাকা।
সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রাকচালক লালন মিয়া ভারতীয় চোরাই পণ্য বহনের কথা স্বীকার করেছেন। তবে তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তিনি পলাতক আসামি রুবেল মিয়ার পরিচিত এবং তার ভাঙারির আড়ালে পরিচালিত চোরাই পণ্যের ব্যবসার অংশ হিসেবে কাজ করতেন।
তিনি আরও বলেন, পণ্যগুলো সিলেটের চালিবন্দর এলাকা থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করতেন তারা। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে পণ্যের ওপর খালি কার্টুন ও তেরপাল দিয়ে ঢেকে রাখা হতো। এই ঘটনায় গ্রেপ্তার লালন মিয়া, পলাতক রুবেল মিয়া ও অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন