চাঁদাবাজির জন্য বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

gbn

জিবি নিউজ প্রতিনিধি//

মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মৎস্য কর্মকর্তার নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে উপজেলা বিএনপি। 

 

 

 

অভিযুক্ত ওই নেতা স্থানীয় ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সদস্য ও উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের বাছিরপুর গ্রামের নানু মিয়ার ছেলে হেলাল মিয়া (৩৮)।

 

বৃহস্পতিবার ( ৭ আগস্ট) বিকালে উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মোস্তাকিম হোসেন বাবুল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাছুম রেজা স্বাক্ষরিত একটি নোটিশে ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সদস্য হেলাল মিয়াকে ৩ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।

 

 

নোটিশে উল্লেখ করা হয়, জুড়ী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মৎস্য কর্মকর্তার নাম ব্যবহার করে চাঁদাবাজি করার অভিযোগে মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলা মৎস্য কর্মকর্তা জুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে অভিযোগের এই বিষয়টি গণমাধ্যমসহ সোস্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে প্রচারের ফলে বিএনপির ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুন্ন হয়েছে। এমতাবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সাংগঠনিক শাস্তিমূলক/আইনগত ব্যবস্থা কেন নেয়া হবে না তাহা পত্র প্রাপ্তির ৩ দিনের মধ্যে জবাব দিতে হেলাল মিয়াকে নির্দেশ দেয়া হয়।

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন