ফকিরহাটের বেতাগায় তৃনমূলের জনগনকে ক্ষমতায়ীত করতে উন্মুক্ত ওয়ার্ড সভা

ফকিরহাট প্রতিনিধি। বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করার লক্ষে উন্মুক্ত ওয়ার্ড সভা গতকাল রবিবার বিকালে ২নং ওয়ার্ডের ধনপোতা- মাসকাটা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড সদস্য মোঃ জামাল উদ্দিন ফকিরের সভাপতিত্বে এর উদ্ভোধক ছিলেন, স্বশাসিত ইউনিয়ন পরিষদ এ্যাডভোকেসি গ্রæপ অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট ও বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ, প্রধান অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুর সবুর, বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ। ইউনিয়ন শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ মাহাবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, শিক্ষাবিদ দাশ শিশির কুমার, দুলাল চন্দ্র দাশ, প্যানেল চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, সংরক্ষিত মহিলা সদস্যা রাফেজা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নিখিল চন্দ্র দাশ, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, ইউপি সচিব এসএম দাউদ আলী, সিআইজি ফোরামের সাধারন সম্পাদক মোঃ নাজমুল হুদা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরাম হোসেন বকুল ও শিক্ষিকা নিলুফার ইয়াসমিন সহ বিভিন্ন নের্তৃবৃন্দ। এসময় শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধি ডাক্তার, ইমাম মোয়াজ্জেম সহ সুশীল সমাজের বিভিন্ন ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। ####