বাগেরহাটের চুলকাঠি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির পিতার পরলোকগমন

ফকিরহাট প্রতিনিধি। বাগেরহাটের চুলকাঠি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চলের ভ্রাম্যান প্রতিনিধি এবং উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাংবাদিক পংকজ কর্মকারের পিতা নির্মল কুমার কর্মকার (৭২) পরলোক গমন করেছেন। গতকাল রবিবার সকালে খুলনাস্থ সিটি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মূত্যু বরণ করেন। মূত্যুকালে তিনি ৪পুত্র ২কন্যা সহ অসংখ্যা আতিœয় স্বজন রেখেগেছেন। তার মূত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃৃতি দিয়েছেন, বাগেরহাট-১ আসনের আওয়ামী লীগ মনোনিত জাতিয় সংসদ সদস্য পদপ্রার্থী শেখ সারহান নাসের তন্ময়,ফকিরহাট উপজেলা আ.লীগের সভাপতি স্বপন দাশ, সদর উপজেলা আ.লীগের সভাপতি মোঃ আকতারুজ্জামান বাচ্চু, সাধারন সম্পাদক মোঃ মতিন উদ্দিন, ফকিরহাট অনলাইন সাংবাদিক এ্যাসোসিয়েশনের আহবায়ক সাংবাদিক পি কে অলোক, সদস্য মচিব মান্না কুমার দে, চুলকাঠি প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিঠু, সাধারন সম্পাদক চন্দন দেবনাথ, সাবেক সভাপতি জিএম মিজানুর রহমান, সাবেক সাঃ সঃ সেকেন্দর আলী মোড়ল সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এদিন বিকালে রাখালগাছি সর্বজনীন শশ^ানে তার দাহ্য কার্যাদী সুসম্পন্ন করা হয়েছে। ####