জিবিনিউজ 24 ডেস্ক //
মৌলভীবাজারের বড়লেখায় আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী। হলফনামার তথ্য অনুযায়ী, তার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। তিনি পেশায় ব্যবসায়ী। তার বার্ষিক আয় ৪ লাখ ৯৩ হাজার ৫১৬ টাকা। তার কোনো দায়-দেনা নেই।
অন্যদিকে মেয়র পদে দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম। তার শিক্ষাগত যোগ্যতা বিএ। তিনি পেশায় সাংবাদিক। তার বার্ষিক আয় ৩ লাখ ৫০০ টাকা। তারও কোনো দায়-দেনা নেই।
এছাড়া মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবারের মতো অংশ নিয়েছেন মো. সাইদুল ইসলাম। তার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি। তবে শিক্ষায় পিছিয়ে থাকলেও সম্পদে অন্য দুই প্রার্থীর চেয়ে সাইদুল এগিয়ে রয়েছেন। পেশায় ব্যবসীয় সাইদুলের বার্ষিক আয় ২২ লাখ ৭১ হাজার ২০০ টাকা। অবশ্য তার দায়-দেনাও বেশি।
হলফনামা ঘেঁটে দেখা গেছে, আবুল ইমাম মো. কামরানের জন্ম ১৯৭০ সালের ১ জানুয়ারি। তার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। তিনি পেশায় ব্যবসায়ী। কেসি করাত কল নামে মহবন্দ এলাকায় তার একটি প্রতিষ্ঠান আছে। তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জহির উদ্দিন আহমদ চৌধুরী ও আছিয়া খানম চৌধুরীর ছেলে।
হফলনামার তথ্য অনুযায়ী- তার বার্ষিক আয় ৪ লাখ ৯৩ হাজার ৫১৬ টাকা। আয়ের উৎসের মধ্যে রয়েছে- কৃষি খাতে ২ হাজার, ব্যবসা থেকে ১ লাখ ২৮ হাজার ও সম্মানী ভাতা থেকে মেয়র হিসেবে ৩ লাখ ৬৩ হাজার ৫১৬ টাকা। তার বিরুদ্ধে ৭টি মামলা ছিল। এরমধ্যে বেকসুর খালাস পেয়েছেন ৫টিতে। আর ২টিতে অব্যাহতি পেয়েছেন। অস্থাবর সম্পদের মধ্যে তার নগদ টাকা রয়েছে ২০ হাজার। স্ত্রীর কাছে ১২ হাজার টাকা।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকরা অর্থের পরিমাণ ২ লাখ ৫০ হাজার টাকা। স্ত্রীর নামে ৮০ হাজার টাকা। নিজের নামে স্বর্ণালঙ্কার নেই। বিবাহের উপহার হিসেবে স্ত্রীর কাছে ১০ তোলা স্বর্ণালঙ্কার রয়েছে। ইলেকট্রনিক সামগ্রী নিজের নামে ২৫ হাজার টাকার ও আসবাবপত্র ২৫ হাজার টাকার। স্ত্রীর মোবাইল, ফ্রিজ ইত্যাদিতে ৩০ হাজার টাকার সামগ্রী আছে। স্থাবর সম্পদে উত্তরাধিকারসূত্রে কৃষি জমি ৭০ শতক, অকৃষি ২৮ শতক ও বাড়ি/এপার্টমেন্টে যৌথ মালিকানায় ৬৯ শতক। যার ৪ ভাগের ১ ভাগের মালিক তিনি।
এদিকে, বিএনপি মনোনিত প্রার্থী আনোয়ারুল ইসলাম ১৯৭২ সালের ১ এপ্রিল তিনি জন্মগ্রহণ করেন। তার শিক্ষাগত যোগ্যতা বিএ (এলএলবি)। তিনি পেশায় সাংবাদিক। কাজ করেন নিউজ টু-ডে-তে। তার বার্ষিক আয় ৩ লাখ ৫০০ টাকা। তিনি পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের গাজিটেকা গ্রামের আজিম উদ্দিন ও জয়নব বিবির ছেলে। তার বিরুদ্ধে মামলা ৪টি। একটিতে বেখসুর খালাস পেয়েছেন। দুটি চলমান আর একটি বিচারাধীন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন