সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দকে হােটেল রােজভিউ'র ফুলেল শুভেচ্ছা

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

সিলেট জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে সিনিয়র সাংবাদিক আল আজাদ, সাধারণ সম্পাদক পদে সাংবাদিক ছামির মাহমুদসহ নির্বাচিত সকল সদস্যবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সিলেটের পাঁচতারকা হােটেল রােজভিউ।

আজ রবিবার সন্ধ্যায় হােটেলটির পক্ষে হেড অব সেলস এন্ড মার্কেটিং ডাল্টন জহির জেলা প্রেসক্লাব কার্যালয়ে গিয়ে সভাপতি-সম্পাদকের হাতে ফুল দিয়ে এই অভিনন্দন বার্তা পৌঁছান। এসময় তার সঙ্গে ছিলেন হােটেল রােজভিউ'র শুভাকাঙ্খি দৈনিক সংবাদ ও কলকাতা টিভির বিশেষ প্রতিনিধি আকাশ চৌধুরী এবং হােটেলটির সেলস এন্ড মার্কেটিং বিভাগের ম্যানেজার এ রহমান সাকিব।

হােটেল রােজভিউ এক অভিনন্দন বার্তায় জানায়, ঐক্যবদ্ধ সাংবাদিকতা ও সিলেটের শতবর্ষের মহান সাংবাদিকতার ঐতিহ্য অক্ষুন্ন রাখতে এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশবাসীর উন্নয়ন অগ্রগতি এগিয়ে নিতে নবনির্বাচিত কমিটি কাজ করে যাবে। এসময় ডাল্টন জহির নবনির্বাচিত কমিটিকে তাদের হােটেলে আমন্ত্রণ জানিয়ে যেকােনাে ধরণের সুযােগ-সুবিধা গ্রহণের আহবান জানান।

এসময় জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আল আজাদ, সহসভাপতি মইন উদ্দিন, সাধারণ সম্পাদক ছামির মাহমুদসহ অন্যান্য নির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অভিনন্দন ও শুভেচ্ছার জন্য নেতৃবৃন্দ হােটেল রােজভিউকে ধন্যবাদ জানান।
 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন