ফকিরহাটে শেখ হেলাল উদ্দীনের নৌকার পক্ষে আ.লীগের গণসংযোগ

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র জননেতা শেখ হেলাল উদ্দীনের নৌকা মার্কার পক্ষে গণসংযোগ
লিফলেট বিতরন ও উঠান বৈঠক অনুষ্ঠান গতকাল শনিবার সন্ধ্যায় শ্যামবাগাত গ্রামের মোঃ ইউসুফ আলী শেখ এর বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।
আ.লীগ নেতা মোঃ শওকত আলী শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা
মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সুবির কুৃমার মিত্র, বিশেষ অতিথি ছিলেন, পিলজংগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ.লীগ
নেতা আলহাজ¦ মোড়ল সিরাজুল ইসলাম। উপজেলা যুবলীগের সদস্য মোঃ জাহিদ মোড়লের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন,
ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মোঃ মোশারেফ হোসেন, কেন্দ্র পরিচালনা কমিটির আহবায়ক শেখ ফজলুর রহমান, সদস্য
সচিব মোঃ আমিরুল ইসলাম, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মোঃ ওপিরুদ্দিন অপি শেখ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ
আজিজুল ইসলাম মোড়ল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আছাবুর রহমান, মুফতি মাওলানা মোহম্মদ আব্দুল হান্নান, ওয়ার্ড মহিলা লীগের
সভাপতি মোসাঃ লায়লা বেগম, সাঃ সঃ মঞ্জু রানী দে, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বিকাল মিত্র বাপ্পি, সাঃ সঃ হেলাল উদ্দিন, যুবলীগের সভাপতি
মুকুল মজুমদার, সাঃ সঃ আব্দুল্লাহ শেখ, গৌর দাশ, সংরক্ষিত মহিলা সদস্যা সাজেদা বেগম ও ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবুল
হোসেন প্রমুখ। এসময় বিপুল সংখ্যাক নারী পুরুষ উপস্থিত ছিলেন। ####