জিবি নিউজ প্রতিনিধি//
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সিলেট ইউনিটের নবগঠিত আহবায়ক কমিটির ১ম সভা (অদ্য ৬ জুলাই) রবিবার সকাল ১১ টায় জজ কোর্ট বিল্ডিংয়ের ১০৫নং কক্ষে (পিপি সাহেবের কনফারেন্স রুম) অনুষ্ঠিত হয়।
কমিটির আহবায়ক এডভোকেট শাহ আশরাফুল ইসলাম আশরাফের সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট আহমদ ওবায়দুর রহমান ফাহমির পরিচালনায় সভায় একটি সর্বজনগৃহীত আহবায়ক কমিটি অনুমোদন দেওয়ায় আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট জয়নুল আবেদীন, মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালকে ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এছাড়া সিলেট জেলা ইউনিটের সকল সদস্যকে একত্রিত করে আইনজীবী ফোরামকে শক্তিশালী করতে ভূমিকা রাখায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সভায় আগামীকাল পাঠানটুলাস্থ সানরাইজ সেন্টারে বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণ করার আহবান জানানো হয়। এছাড়া সভায় সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ১০ জুলাই বাদ জোহর সাবেক পিপি এডভোকেট আবদুল গফফার স্মরণে দোয়া এবং অসুস্থ আইনজীবী এডভোকেট আখতার হোসেন খান ও ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বাছিত চৌধুরীর জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হবে। অদ্য সভা শেষে তাদের জন্য দোয়াও করা হয়।
সভায় জানানো হয়,কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ৮ জুলাই বেলা ২টায় জেলা জজ আদালতের সম্মুখ হতে এক আনন্দ মিছিল বের করা হবে। সভায় বক্তারা আইনজীবী ফোরামকে গতিশীল ও সাধারণ আইনজীবীদের আস্থা ও ভরসাস্থল হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন--সাবেক পিপি এডভোকেট নূরুল হক, বর্তমান পিপি এডভোকেট আশিক উদ্দিন আশুক, কমিটির যুগ্ম আহবায়ক এডভোকোট হাবিবুর রহমান হাবিব, মহানগর পিপি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, যুগ্ম আহবায়ক এডভোকেট মোহাম্মদ এজাজ উদ্দিন, যুগ্ম আহবায়ক এডভোকেট তানভীর আখতার খান, কমিটির সদস্য এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, এডভোকেট মো. কামাল হোসেন, এডভোকেট এখলাসুর রহমান, এডভোকেট মহিবুর রহমান, এডভোকেট মমিনুল ইসলাম মুমিন, এডভোকেট সাঈদ আহমদ, এডভোকেট মসরুর চৌধুরী শওকত, এডভোকেট আবুল ফজল, এডভোকেট আরিফা সুলতানা পপি, এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট জাফর ইকবাল তারেক, এডভোকেট আব্দুল মুকিত অপি, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট লিয়াকত আলী, এডভোকেট মোশতাক আহমদ, এডভোকেট সাজিদুল ইসলাম সজীব, এডভোকেট শাহজাহান সিদ্দিকী, এডভোকেট আলী হায়দার ফারুক, এডভোকেট মোবারক হোসেন রনি, এডভোকেট মনজুর ইলাহী সামি প্রমুখ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন