নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের উদ্ভুদ পরিস্থিতির ঘটনাকে কেন্দ্র করে নবীগঞ্জ প্রেসক্লাবে জরুরী সভা অনুষ্ঠিত হয়।
গতকাল রবিবার (৬ জুলাই) সন্ধ্যায় নবীগঞ্জ প্রেসক্লাবে সভাপতি এটিএম সালামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরীর পরিচালনায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
জরুরী সভায়, নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো: সেলিম তালুকদার ও আশাহিদ আলী আশা'র মধ্যে ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে নবীগঞ্জ শহরে উদ্ভুদ পরিস্থিতি সৃষ্টি'র ঘটনায় নবীগঞ্জ প্রেসক্লাব গভীর উদ্বেগ প্রকাশ করে। এ ঘটনায় নবীগঞ্জ প্রেসক্লাবের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও তারা সভায় মত প্রকাশ করেন। এ ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণের প্রতি আহবান জানানো হয়। তাদের ব্যক্তিগত এই বিরোধের কোনো ধরণের দায়ভার প্রেসক্লাব বহণ করবেনা। এবং উক্ত সভায় প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো: সেলিম তালুকদার ও আশাহিদ আলী আশা’র এহেন কর্মকাণ্ডে নবীগঞ্জ প্রেসক্লাব তথা সাংবাদিক সমাজের ভাবমুর্তি ক্ষুন্ন হওয়ায় তাদের বিরুদ্ধে কেন গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবেনা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়।
উল্লেখ্য যে, নবীগঞ্জ শহরে অনাকাঙ্খিত ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসক্লাবকে নিয়ে মন্তব্য করার ঘটনা অত্যান্ত দুঃখজনক। নবীগঞ্জ প্রেসক্লাব এ বিষয়ে প্রশাসনসহ রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দের সমন্বয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জান- মাল রক্ষা ও শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে এগিয়ে আসার আহবান জানান।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন