শিল্পকলা একাডেমি ইউএস'এ “র একযুগ পূর্তি র অনুষ্ঠান ২৯ জুন ,রবিবার

gbn

  হাকিকুল ইসলাম খোকন,

হাটি হাটি পা পা করে শিল্পকলা একাডেমি ইউএস'এ ,১২টি বছর পার করেছে ।প্রবাসের শিল্পি ,কবি ,সাংবাদিক,সাহিত্যিক লেখক ,প্রিন্ট মিডিয়া এবং পোর্টাল মিডিয়া সহ সকল পেশাজীবি মানুষের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন সংগঠনটি এবং সকলের জন্য এই আয়োজন। ২৯ জুন ,২০২৫,রবিবার সন্ধ্যা ৭ টার   উপস্থিতি কামনা করেছেন সংগঠনটি ।মা ,মাটি মানুষের বিচ্ছেদ থেকেই  প্রবাস জীবনে একেক ভাবে প্রকাশিত হয় নানা বিধ সংগঠন। বাংলাদেশের সংস্কৃতি বিকাশে কাজ করে চলেছেন এই সংগঠন একযুগ যাবত। অলাভজনক ,অসাম্প্রদায়িক ও অরাজনৈতিক এই সাংস্কৃতিক সংগঠন ,বাংলা ভাষা ও সংস্কৃতিকে সারা বিশ্বে তুলে ধরতে তাদের  এই ্প্রয়াস। সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছেন প্রেসিডেন্ট ও ফাউন্ডার শিল্পকলা একাডেমি ইউএসএ”র পক্ষথেকে মনিকা রায় চৌধুরী ও সাধারন সম্পাদক অমিত সাহা ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন