অবশেষে লভ্যাংশ পাচ্ছে ফ্র্যাঞ্জাইজিরা, পারিশ্রমিক ইস্যুতে কঠোরতা

gbn

বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজিদের টিকিটের লভ্যাংশ ভাগাভাগির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিসিবি। সর্বশেষ আসরের লভ্যাংশ দিয়েই শুরু হচ্ছে এই প্রক্রিয়া। তবে সঙ্গে কড়া শর্তও জুড়ে দিয়েছে বিসিবি, খেলোয়াড়দের পারিশ্রমিক অবশ্যই পরিশোধ করতে হবে।

সোমবার (২৬ মে) বিসিবির গভর্নিং কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিপিএলের সর্বশেষ আসরে প্লে-অফে কোয়ালিফাই করা দলগুলো ৫৫ লাখ টাকা এবং বাকি তিনটি দল ৪৫ লাখ টাকা পাচ্ছে টিকিটের লভ্যাংশ থেকে। 

 

এর সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলোকে কিছু শর্ত বেঁধে দিয়েছে বিসিবি। খেলোয়াড়দের বকেয়া অর্থ পরিশোধ করা হয়েছে কিনা, তা যাচাই করা হবে। এজন্য ফ্র্যাঞ্চাইজিরা সময় পাচ্ছে ঈদুল আজহা পর্যন্ত। কোন দল খেলোয়াড়দের পারিশ্রমিক কত শতাংশ পরিশোধ করেছে, তার ওপর ভিত্তি করে তাদের লভ্যাংশ নির্ধারিত হবে।

বিসিবি আরও জানিয়েছে, বিপিএল গভর্নিং কাউন্সিল বারবার নোটিশ পাঠানোর পরও যেসব ফ্র্যাঞ্চাইজি বকেয়া পরিশোধ করছে না, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

যদিও এই সিদ্ধান্তগুলো বিপিএল চলাকালীন সময়েই হয়েছিল। এখন সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলো বিসিবি।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন