‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে’ তারুণ্যের উৎসব উপলক্ষে মৌলভীবাজারে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) সকালে জেলা শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. রাশেদুজ্জামান। এ সময় তিনি বলেন, মাদক একটি জাতির সম্ভাবনাকে ধ্বংস করে দেয়। নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের প্রথম শপথ হতে হবে- মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন। বিচারক হিসেবে ছিলেন সৈয়দ শাহ মোস্তফা কলেজের প্রভাষক তাসনিম আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আলাউদ্দিন এবং পৌরসভা আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শাহ আলম।
প্রতিযোগিতায় অংশ নেয় মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়, আলী আমজাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কাশীনাথ আলাউদ্দিন হাইস্কুল অ্যান্ড কলেজ এবং দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাইস্কুল। চূড়ান্ত পর্বে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় বিজয়ী হয়। রানার্স আপ হয় আলী আমজাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এবং সেরা বক্তা হন ওই বিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দা তাকসিন হোসাইন।
অনুষ্ঠান শেষে বিজয়ী দলের সদস্যদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন