জয় দিয়ে বার্নাব্যু থেকে মদ্রিচ-আনচেলত্তিকে বিদায় জানালো রিয়াল

gbn

সান্তিয়াগো বার্নাব্যুতে এক আবেগঘন সন্ধ্যা। হাজার হাজার ভক্তের আবেগ লুকা মদ্রিচ আর কার্লো আনচেলত্তিকে ঘিরে। এক টানা ১৩ বছর রিয়াল মাদ্রিদকে সেবা দেওয়া ক্রোয়েশিয়ান তারকা মদ্রিচ গতকাল শনিবার ক্লাবটির ঘরের মাঠ বার্নাব্যুতে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন।

শনিবার রিয়ালের সোসিয়েদাদের বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে লা লিগা মৌসুম শেষ করেছেন কোচ আনচেলত্তি ও মিডফিল্ডার মদ্রিচ। অর্থাৎ এটি ছিল দুজনেরই বার্নাব্যুতে শেষ ম্যাচ। ঘরের মাঠ থেকে মদ্রিচের বিদায়ী ম্যাচে জোড়া গোল করে আলো ছড়িয়েছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।
জ্ঞাপনআনচেলত্তিকে আর রিয়ালের ডাগআউটে দেখা যাবে না। আগামীকাল সোমবার থেকেই ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে যোগ দেবেন তিনি। আর মদ্রিচ ক্লাব ছাড়বেন আগামী মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ক্লাব বিশ্বকাপ শেষে। অর্থাৎ রিয়ালের আরও কিছু ম্যাচ খেলবেন মদ্রিচ।

ম্যাচ শুরুর আগে আনচেলত্তি ও মদ্রিচের ছবি সম্বলিত ব্যানার উন্মোচন করে শ্রদ্ধা জানায় রিয়াল। মদ্রিচের একাদশে থাকার ঘোষণায় স্টেডিয়ামে ওঠে করতালির ঝড়। ১০ মিনিটে স্ট্যান্ডিং ওভেশন দিয়ে দর্শকরা 'মদ্রিচ, মদ্রিচ' ধ্বনি তোলে। ৮৭ মিনিটে বদলি হওয়ার সময় দুই দলের খেলোয়াড়রা 'গার্ড অব অনার' দেন মদ্রিচকে।

 

এছাড়া মৌসুম শেষে ক্লাব ছাড়তে যাওয়া স্প্যানিশ খেলোয়াড় লুকাস ভাসকেজও দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়ার সময় স্ট্যান্ডিং ওভেশন পান।

ম্যাচের প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবল উপহার দেন এমবাপে। ৩৭ মিনিটে ভিএআরের মাধ্যমে নিশ্চিত হওয়া হ্যান্ডবলে পেনাল্টি পায় রিয়াল। প্রথম শট সোসিয়েদাদ গোলরক্ষক উনাই মাররেও ঠেকিয়ে দিলেও ফিরতি বলে ঠিকই গোল করেন এমবাপে। যা ছিল তার ৩০ লিগ গোল।

দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুস জুনিয়র মাঠে নামেন। ৮৩ মিনিটে ব্রাজিলিয়ানের নিখুঁত পাস থেকে এমবাপে দ্বিতীয় গোলটি করেন। এই গোলের মাধ্যমে কার্যত লা লিগার পিচিচি ট্রফি (শীর্ষ গোলদাতা) নিশ্চিত করে ফেলেছেন এমবাপে।

 

এমবাপে হলেন লা লিগার ইতিহাসে চতুর্থ খেলোয়াড়, যিনি অভিষেক মৌসুমেই ৩০ গোলের মাইলফলক স্পর্শ করলেন। এর আগে এটি পেরেছিলেন প্রুডেন (১৯৪০-১৯৪১), রোমারিও (১৯৯৩-১৯৯৪) এবং রোনাল্ডো (১৯৯৬-১৯৯৭)।

 

 

 

রিয়াল মৌসুম শেষ করেছে ৮৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, চ্যাম্পিয়ন বার্সেলোনা থেকে এক পয়েন্ট পিছিয়ে। বার্সার একটি ম্যাচ এখনও বাকি। সোসিয়েদাদ ৪৬ পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছে ১১তম স্থানে থেকে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন