কুলাউড়া প্রতিনিধি //
মৌলভীবাজারে বন্যা পূর্ব প্রস্তুতি ও পরবর্তী রোগসমূহ নিয়ে একটি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) দুপুরে শহরের সৈয়দ শাহ মোস্তফা কলেজের হলরুমে এই সেমিনারের আয়োজন করে মৌলভীবাজার কমিউনিটি প্যারামেডিক (সি.পি) অ্যাসোসিয়েশন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. গোলাম কিবরিয়া।
অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ ছাব্বির আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইদ্রিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সৈয়দ শাহ মোস্তফা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমা ধর কৃষ্ণা, অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও শিশু বিশেষজ্ঞ ডা. জিল্লুল হক, সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম, প্রভাষক আসম সায়েম, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ আলাউর রহমান টিপু, মৌলভীবাজার ফায়ার স্টেশনের ইন্সপেক্টর এসএম সানাউল্লাহ ও ফায়ার ফাইটার মো. রাসেল কবির।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যুগান্তর ও এসএ টিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, ডেইলি ড্যাজলিং ডনের মাল্টিমিডিয়া এডিটর কামরান আহমদ এবং শিক্ষক নুরুল ইসলাম প্রমুখ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন