সিলেটে চলছে শাহজালাল (র.) ওরস, এবার যা ব্যতিক্রম

gbn

ওরস মানে মিলাদ জিকির তসবিহ তেলাওয়াতের পাশাপাশি গান-বাজনা, হই-হুল্লোড়ের সাথে মদ বা গঞ্জিকা সেবন- এমনটাই প্রচলিত ধারনা। বিভিন্ন মাজারে ওরসের নামে এই চলে আসছে বছরের পর বছর, যুগের পর যুগ।


ব্যতিক্রম ছিলনা ওলিকুল শিরোমনি হযরত শাহজালাল (র.) এর দরগাও। প্রায় প্রতি বছর এখানেও দু’দিনব্যাপী ওরসের রাতে চলতো এসব অনৈসলামিক কার্যকলাপ।

 

 


তবে এবার কিছুটা ব্যতিক্রম। রোববার (১৮ মে) রাত ৯টা পর্যন্ত হযরত শাহজালাল (র.). এর ওরস চলছে মদ-গাজা গানবাজনা ছাড়াই। এবার আর মাজারের বিভিন্ন অংশে সামিয়ানা টানিয়ে বিভিন্ন স্থান থেকে আসা ভক্ত-অনুরাগীর ‘নিজস্ব আস্তানা’ নেই। শত শত ভক্ত অনুরাগী আসছেন, জিয়ারত করছেন, দোয়া দরুদ পাঠ করছেন, ঘুরছেন দেখছেন এবং ফিরেও যাচ্ছেন। কেউ কেউ আবার অবস্থানও নিচ্ছেন কিছু সময়ের জন্য।


এদিন সকাল ১০টায় হযরত শাহজালাল (র.) এর মাজারে গিলাফ ছড়ানোর মাধ্যমে শুরু হয় ৭০৬তম বার্ষিক ওরস। এরপর থেকেই শুরু হয়েছে তেলাওয়াত, গজল, হামদ, নাত ইত্যাদি। ভক্ত অনুরাগীদের আনাগোনাও সময় গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে।


রোববার সন্ধ্যায় মাজার প্রাঙ্গন ঘুরে দেখা গেছে, অন্যান্য বছরের ওরসের তুলনায় জনসমাগম কিছুটা কম, তবে পরিবেশ পরিচ্ছন্ন। কোনো অনৈসলামি কার্যকলাপ নেই। সন্ধ্যার পর থেকে চলছিল হামদ নাত কেরাত ইত্যাদি।

 


মসজিদ এবং মহিলা ইবাদতখানায় বসে চলছে পবিত্র কোরআন তেলাওয়াত। পবিত্র এশার নামাজের পর থেকে শুরু হয়েছে খতমে কোরআন।  অন্তত ৩০ জন হাফেজ এই খতমে কোরআনে অংশ নিয়েছেন বলে মাজার কর্তৃপক্ষ জানিয়েছে।


এদিকে আবার রান্না-বান্নার কাজও চলছে পুরোদমে। ওরসের সিরনি উপলক্ষে জবাই করা হয়েছে ভক্তদের দেয়া ৩৪টি গরু। প্রচুর ছাগলও দিয়েছেন অনুরাগীরা। সেগুলো দিয়েও সিরনি হওয়ার কথা।


ওরস উপলক্ষে হযরত শাহজালের মাজারে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। দুুটি পুলিশ বক্সে দায়িত্ব পালন করছেন সংশ্লিষ্টরা। এছাড়াও সাদা পোশাকে সক্রিয় বিভিন্ন বাহিনীর সদস্যরা। মাজার কর্তৃপক্ষের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীও সদা তৎপর। রাত ৯টা পর্যন্ত কোনো অঘটনের খবর পাওয়া যায়নি।

 


মাজারে আগত ভক্ত-আশেকানদের কয়েকজনের সাথে আলাপ হয় সিলেটভিউর। এবার ব্যতিক্রমী পরিবেশে লোক-সমাগম কিছুটা কম হলেও সার্বিক পরিচ্ছন্নতায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, সোমবার পবিত্র ফজরের নামাজ শেষে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ওরস।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন