গাইবান্ধা ২ আসনে বিএনপির বাহিরের প্রার্থী হিসাবে মেনে নিতে নারাজ বিএনপির তৃন্নমুলরা

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা //
গাইবান্ধা সদর ২ আসনের বিএনপির প্রার্থী কে হচ্ছেন শেষ পর্যন্ত তা নিয়ে উপজেলার সর্বত্রেই শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা। তবে যারা দীর্ঘদিন থেকে দলে আছে মামলা হামলায় যাদের দিন কাটছে তাদেরকে বাদে কোন অতিথি পাখিকে মনোনয়ন দিলে গন পদত্যাগের হুমকি দিয়েছে এ আসনের অনেক নেতাই। তারা চায় বিএনপির প্রকৃত নেতাদের মধ্যে থেকে যে কাউকে এ আসনটি দেওয়া হোক। এদিকে খন্দকার আহাদের নেতৃত্বে বর্তমান জেলা যুবদল, সেচ্ছাসেবকদল, শ্রমিক দল, ছাত্রদল এখন চাঙ্গা। তারাও চায় দলে যাদের ত্যাগ রয়েছে তাকেই মনোনয়ন দেওয়া হোক। এতে করে দলের মঙ্গল হবে। আর বাহিরের কাউকে মনোনয়ন দিলে বর্তমান বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নির্বাচনে কাজ না করার আশংকা রয়েছে। এদিকে খন্দকার আহাদ আহমেদকে প্রার্থী ঘোষনা করায় সদরের বিভিন্নস্থানের নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন। তারা চান দলের যে কাউকে প্রার্থী করলে এ আসনটিতে বিজয় সুনিশ্চিত হবে। অনেকেই মনে করেন বর্তমান সরকার বিএনপির নেতাকর্মীদের উপর যে অত্যাচার জুলুম করেছে তার প্রতিশোধ ব্যালেটে দিবে। তবে সুবিধাবাদেরকে দিলে জনগন ক্ষোভে অন্য প্রার্থীদেরকে ভোট দিবে।