রিয়ালে ৭১ বছরের রেকর্ড ভাঙলেন এমবাপে

gbn

চলতি মরসুমে রিয়াল মাদ্রিদ ট্রফিহীন থাকতে পারে। কিন্তু ফরসী তারকা কিলিয়ান এমবাপে রিয়ালের জার্সিতে অভিষেক মৌসুমেই একের পর এক রেকর্ড গড়ে চলেছেন। বুধবার রাতে মায়োরকাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। যেখানে একটি গোল করেছেন এমবাপে।

এই একটি গোল করেই ৭১ বছরের পুরনো একটি রেকর্ড ভেঙে দিয়েছেন ফরাসী এই তারকা। সে সঙ্গে রিয়ালের জার্সিতে অভিষেক মৌসুমেই ছুঁয়ে ফেললেন ৪০ গোলের অসাধারণ এক মাইফলক।

 

মায়োরকার বিরুদ্ধে ইনজুরে সময়ে গোল করে রিয়ালকে জিতিয়েছেন জাকোবো রামন। এর আগে দলের প্রথম গোলটি করেন এমবাপে। সে সঙ্গে রিয়ালের ইতিহাসে প্রথম ফুটবলার হিসাবে লা লিগায় অভিষেক মৌসুমেই ২৮টি গোল করলেন তিনি।

১৯৫৩-৫৪ মৌসুমে লা লিগার অভিষেকে কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো ২৭টি গোল করেছিলেন। ৭১ বছর ধরে সেই রেকর্ড টিকে ছিল। অবশেষে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন এমবাপে। ১৯৯৭ সালে বার্সেলোনার হয়ে ব্রাজিলের রোনালদোও ২৮টি গোল করেছিলেন।

 

 

 

অনেকেই বলছেন, এমবাপের মৌসুমটা খারাপ গিয়েছে। তবে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ৪০টি গোল করেছেন। রোনালদো, করিম বেনদেমা, রুড ফন নিস্তেলরয় কেউ এই নজির গড়তে পারেননি। রিয়ালের জার্সিতে অভিষেক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ ৩৭টি গোল করেছিলেন ইভান জামোরানো। বার্সেলোনার বিপক্ষে এল ক্ল্যাসিকোয় হ্যাটট্রিক করে সেই রেকর্ড ভেঙেছিলেন এমবাপে। এবার ছুঁলেন ৪০ গোলের মাইলফলক।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন