মৌলভীবাজর প্রতিনিধি : “জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ শুরু হয়েছে।
মঙ্গলবার ১৩ মে সকালে এম. সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গনে ফিতা কেটে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্যরা। পরে অতিথিরা বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিভিন্ন উপজেলা থেকে আসা স্টল পরিদর্শন করেন।
মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে শেষে এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে আলোচনা সভা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মেহনাজ ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন, পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন ও জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান সহ অনেকেই।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে জেলার সাত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৭টি স্টল স্থান পায়।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন