মৌলভীবাজারে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

gbn

মৌলভীবাজর প্রতিনিধি : “জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ শুরু হয়েছে।

মঙ্গলবার ১৩ মে সকালে এম. সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গনে ফিতা কেটে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্যরা। পরে অতিথিরা বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিভিন্ন উপজেলা থেকে আসা স্টল পরিদর্শন করেন। 

মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে শেষে এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে আলোচনা সভা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মেহনাজ ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন, পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন ও জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান সহ অনেকেই। 

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে জেলার সাত উপজেলার বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৭টি স্টল স্থান পায়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন