সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম ||
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে গতকাল ১২ই মে ২০২৫ সোমবার এক শোক ও স্মরণসভার আয়োজন করা হয় ঘড়ুয়ায় হার্ট ফাউন্ডেশন এর নিজস্ব কার্যালয়ে। উল্লেখ্য ১৯৭১ সালে এই দিনে হানাদার পাক বাহিনী কতৃক নির্মমভাবে নিহত হন মৌলভীবাজার হার্ট ফাউন্ডেশনের জমিদাতা ডাঃ সুধেন্দু বিকাশ দাস এর দুই দাদু পন্ডিত অন্নদা চরন দাস এবং পন্ডিত সারদা চরন দাস। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর ১২ই মে এই দিনটি শোক দিবস হিসেবে পালন করা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল ১২ই মে হার্ট ফাউন্ডেশনের সহ সভাপতি জনাব দুরুদ আহমদের সভাপতিত্বে ও এডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রফেসর সৈয়দ মুজিবুর রহমান, জনাব সিরাজুল ইসলাম সিদ্দিকী, প্রভাষক শামীম আহমদ, এডভোকেট পংখী। অন্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সৈয়দ মোজাম্মিল আলী শরিফ, জনাব এখলাছুর রহমান, জনাব আইভান সামাদ্দার।
তাছাড়াও হার্ট ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ মোশাহিদ আহমদ চুন্নুর বড়ভাই সৈয়দ মখছুদ আহমদ কতকাল ইন্তেকাল করায় তাঁর বিদেহী আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন ও দোয়া করা হয়। বিরূপ আবহাওয়ার মধ্যেও উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন