সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম ||
সিলেট বিভাগকে "জালালাবাদ প্রদেশ" হিসেবে আলাদা করার দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১০ই মে দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে "জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ" এর আয়োজনে এই কর্মসূচি গ্রহণ করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রধান সমন্বয়কারী বকসি ইকবাল আহমদ। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও আইনজীবী মুজিবুর রহমান মুজিব। এ ছাড়াও বক্তব্য রাখেন প্রফেসর মোহাম্মদ ইকবাল, সৈয়দ কামাল আহমদ বাবু, আবুল কালাম আজাদ, প্রভাষক শামীম আহমদ, শিবপ্রসন্ন ভট্টাচার্য সহ প্রমুখ।
মানববন্ধনে সাংবাদিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, সিলেট দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছে। অথচ সিলেট অঞ্চল দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমাদের দাবি সিলেটকে পৃথক "জালালাবাদ প্রদেশ" ঘোষণা করা হোক। বক্তব্যে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, দ্রুত এ দাবি বাস্তবায়ন না হলে আরো কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন