আইপিএলের পর স্থগিত ঘোষণা করা হলো পিএসএলও

gbn

ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির কারণে একদিন আগে পিএসএলের একটি ম্যাচ স্থগিত করা হয়েছিল। একই দিন ধর্মশালায় শুরু হলেও মাঝপথে ম্যাচটি স্থগিত ঘোষণা করা হয়। এরই মধ্যে জানানো হয়, পিএসএলের বাকি আট ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইতে। ভারতীয় কর্তৃপক্ষও চেষ্টা করে আরব আমিরাতে আইপিএল আয়োজনের; কিন্তু পিএসএল আগে বুকিং দেওয়ায় আইপিএলকে ‘না’ করে দিয়েছিল আরব আমিরাত কর্তৃপক্ষ।

তবে একদিন পরই পিএসএল নিয়ে নতুন আপডেট দিল পিসিবি। অনির্দিষ্টকালের জন্যই স্থগিত ঘোষণা করা হয়েছে পাকিস্তান সুপার লিগ। পিএসএল স্থগিতের ঘোষণা আসে আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করার পর।

 

পিএসএল স্থগিত ঘোষণার আগেই ভারতের আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করে বিসিসিআই। প্রথমে আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দেওয়া হয়েছিল। পরে অনির্দিষ্টকাল নয়, এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করা হয়। আজ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া বলেন, ‘নতুন সূচি এবং ভেন্যু সম্পর্কিত পরবর্তী আপডেট শিগগিরই জানিয়ে দেয়া হবে। তবে তার আগে পরিস্থিতির পূর্ণ পর্যালোচনা করা হবে এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।’

 

পাকিস্তান সুপার লিগ বা পিএসএল স্থগিত করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। প্রথমে পিসিবির পক্ষ থেকে বলা হয়েছিল, পিএসএলের বাকি আট ম্যাচ অনুষ্ঠিত হবে আরব আমিরাতে। তবে পরবর্তীতে, ২৪ ঘণ্টার মধ্যেই পিসিবির চিফ অব প্যাট্রন, দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরামর্শে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়।

পিসিবি জানিয়েছে, এ সিদ্ধান্ত নেয়া হয়েছে কেবল খেলোয়াড়দের মানসিক শান্তি এবং বিদেশি ক্রিকেটারদের উদ্বিগ্নতার কারণে। পাকিস্তান ক্রিকেট বোর্ড বলছে, ‘আমরা খেলোয়াড়দের (বিদেশি) পরিবারের উদ্বিগ্নতাকে সম্মান জানাই। তারা চাচ্ছে, দ্রুত নিজ নিজ দেশে ফিরে যেতে। সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় নিয়ামক হিসেবে কাজ করেছে।’

ধারণা ছিল, এক সপ্তাহের বিরতি দিয়ে আরব আমিরাকে পিএসএলের বাকি অংশ আয়োজন করা হবে; কিন্তু নতুন সিদ্ধান্তে সেটাও অনিশ্চিত হয়ে গেলো। তবে, বিদেশি ক্রিকেটার এবং পাকিস্তানি ক্রিকেটার- যাদের আরব আমিরাতের ভিসা রয়েছে, তাদেরকে আজকের (শুক্রবার) মধ্যেই দুবাই পাঠিয়ে দিচ্ছে বিসিবি। যাদের ভিসা নেই, এক সপ্তাহের মধ্যে যেন ভিসা পেয়ে যায়, সেভাবে আবেদন করা হচ্ছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন