পাকিস্তানের সেনা সদর দপ্তরের শহর রাওয়ালপিন্ডিতে ভারতের ড্রোন হামলায় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) খেলা বন্ধ করে দেওয়া হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী দুই তিন দিনের মধ্যে আরব আমিরাতে শুরু হবে পিএসএলের বাকি আট ম্যাচের খেলা।
সেই লক্ষ্যে আজ শুক্রবারের কোনো এক সময় পিএসএলের ক্রিকেটার, কোচিং-স্টাফদের বিশেষ বিমানে আরব আমিরাতে পাঠিয়ে দেওয়া হবে। বর্তমানে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থানরত দুই বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা এবং দুই বাংলাদেশি ক্রীড়া সাংবাদিক তাসফিক পলক ও মাহরুজ হাসান প্রত্যয়ও সেই বহরে থাকবেন বলে জানা গেছে।
তাসফিক পলক শুক্রবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় রাওয়ালপিন্ডি থেকে মুঠোফোনে জানান, তাদেরকে মানসিক ও লজিস্টিকভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে। বাংলাদেশ সময় রাত ১০টা নাগাদ হয়তো বিশেষ বিমানে তারা সবাই (পিএসএলের সব ভিনদেশি ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফ ও দুই বাংলাদেশি সাংবাদিক) বিশেষ ফ্লাইটে আরব আমিরাতের উদ্দেশ্যে আকাশে উড়াল দেবেন।
পলক বলেন, ‘পিসিবি থেকে আমাদের জানিয়েছে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে। আমাদের জানিয়ে দেওয়া হয়েছে বিশেষ ফ্লাইট যাত্রার কয়েক ঘণ্টা আগে আমাদের জানিয়ে দেওয়া হবে। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। আমার ধারণা, বাংলাদেশ সময় শুক্রবার রাত ৯টা থেকে রাত ১০টা নাগাদ বিশেষ বিমান রাওয়ালপিন্ডি থেকে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে।’
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন