মৌলভীবাজারে মহান মে দিবস পালিত

gbn

মৌলভীবাজার প্রতিনিধি: ১ মে, মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস।
‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’”এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজার জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম দপ্তর, শ্রীমঙ্গল এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শ্রীমঙ্গল, মৌলভীবাজারের আয়োজনে মহান মে দিবস-২০২৫ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ বৃহষ্পতিবার (১ মে) জেলা প্রশাসনের প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো: মাহমুদুর রহমান, পবিত্র গীতা থেকে পাঠ করেন নয়নমনি পাল।
চা বাগান শ্রমিক ভবিষ্য তহবিলের সহকারী নিয়ন্ত্রক (প্রশাসন) আমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নোবেল চাকমা, পিপিএম।
স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন বিভাগীয় শ্রম দপ্তর, শ্রীমঙ্গল এর উপ-পরিচালক মহব্বত হোসাইন।
উল্লেখ্য,১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেটের শ্রমিকরা দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন করলে পুলিশের গুলিতে বহু শ্রমিক হতাহত হন। তাদের আত্মত্যাগের ফলেই দৈনিক কাজের সময় আট ঘণ্টা করার দাবি প্রতিষ্ঠিত হয় এবং দিনটি মে দিবস হিসেবে স্বীকৃতি লাভ করে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন