জিবি নিউজ প্রতিনিধি//
অবিলম্বে মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামালকে গ্রেপ্তার, সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, মেঘনা গ্রুপের পণ্য বয়কট ও ফ্যাসিবাদের দোসর লুটপাটের হোতা হিসেবে সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছেন।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবে সামনের আমার দেশ পাঠকমেলা আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এসব দাবি জানানো হয়।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধু।
তিনি বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের অপকর্ম তুলে ধরায় আমাদের দেশ পত্রিকার সাহসী সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার চার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে। কাজেই দেশের অর্থ পাচারকারী এবং অবৈধভাকে সরকারি জমি দখলকারী ২৪ এর গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর নৃশংস হামলার ইন্ধন দাতা মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। আমার দেশ পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে মামলা করার এ কথার সত্যতা প্রমাণ দেয়।”
দৈনিক আমার দেশ শ্রীমঙ্গল প্রতিনিধি গোলাম কিবরিয়া জুয়েল সভাপতিত্বে ও ছাত্র মজলিস নেতা মাহমুদুল হাসান নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মৌলভীবাজার প্রতিবেদক ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক খোলা কাগজের মৌলভীবাজার প্রতিনিধি লেখক এহসান বিন মুজাহির, আরপি নিউজ ডটকমের সম্পাদক লেখক ও সাংবাদিক সৈয়দ আমিরুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. মোজাহিদুল ইসলাম, মো. শাহজাহান প্রমুখ।
উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আব্দুল জব্বার আজাদ, দৈনিক কালের কণ্ঠের মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক নয়া দিগন্তের শ্রীমঙ্গল প্রতিনিধি এম ও রকিবসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও আমার দেশ পাঠকমেলার সদস্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের নানা অপকর্মের চিত্র তুলে ধরায় আমার দেশ পত্রিকার সাহসী সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার চার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে। এ মামলা অবিলম্বে প্রত্যাহারসহ মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের বিচারের দাবি জানাচ্ছি।’

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন