তারেক রহমানের খালাতো ভাই তুহিনের মুক্তির দাবিতে নীলফামারী জেলা জুড়ে বিক্ষোভ

gbn

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী) প্রতিনিধি।।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই,নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য,নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন নীলফামারী জেলা ও জেলার বিভিন্ন উপজেলার বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।মঙ্গলবার(২৯ এপ্রিল)বিকেলে জেলা বিএনপিসহ জেলার ডিমলা,ডোমার,জলঢাকা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের নিজ-নিজ শহরে এই বিক্ষোভ মিছিল করেন।এ ছাড়াও জেলা-উপজেলার পাশাপাশি বিভিন্ন ইউনিয়ন পর্যায়েও একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।এ সময় দ্রুত সময়ের মধ্যে তুহিনের নিঃশর্ত মুক্তি ও মিথ্যে মামলা থেকে অব্যাহতির জোর দাবি জানানো হয়।

উল্লেখ্য: কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে তুহিনের বিরুদ্ধে গুলশান থানায় পৃথক দুটি মামলা দায়ের করে দুদক।এর মধ্যে কর ফাঁকির মামলায় ২০০৮ সালে পৃথক দুটি ধারায় তিন বছর ও পাঁচ বছরসহ মোট আট বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।দুই ধারার সাজা একত্রে চলবে বিধায় তাকে সর্বোচ্চ পাঁচ বছরের সাজা ভোগ করতে হবে বলে বিচারক সেই রায়ে উল্লেখ করেন।এ ছাড়া অবৈধ সম্পদের মামলায় ২০০৮ সালে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।রায় ঘোষণার দীর্ঘ ১৭ বছর পর মঙ্গলবার (২৯ এপ্রিল)ঢাকার পৃথক দুই বিশেষ জজ আদালতে তার আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন  করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।এ সময় তার নিঃশর্ত মুক্তি চেয়ে আদালত প্রাঙ্গণে উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন