হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে বাড়ি ভাংচুরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী উপজেলার শিরন্টি মরাডাঙ্গা গ্রামের মৃত মুসলিম উদ্দিন এর পুত্র আরশাদ আলী (৬৫)।
৩০ এপ্রিল বুধবার সাপাহার থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায় যে, জমিজমা সংক্রান্ত বিরোধী যে ধরে শত্রুতামূলক গত ১২ এপ্রিল সকাল ১০ টার সময় ভুক্তভোগির মরাডাঙ্গা বসবাসরত বাড়ি ভাঙচুর করে ৮০ হাজার টাকার মত ক্ষতি সাধন করেছে এবং প্রাণনাশের হুমকি দিয়েছে। অভিযোগে উল্লেখিত বিবাদীগণ হলেন একই গ্রামের আফসার আলীর পুত্র শাহিন হোসেন(২৫), নুরশেদ আলীর পুত্র আনারুল ইসলাম(৩৫), আফসার আলীর পুত্র রায়হান আলী(২৮), আব্দুল্লাহ এর পুত্র মাসুদ রানা (৩০),ও মৃত্যু মোসলেম উদ্দিন এর পুত্র আফছার আলী( ৫৮), আব্দুল্লাহ (৫৫) নুরশেদ আলী (৬০)। এ বিষয়ে বিবাদী গনের সাথে যোগাযোগ করা হলে মাসুদ রানা জানান এগুলো আমরা ভাঙচুর করি নাই অনেক পুরাতন বাড়ি। ঝর ঝাপটায় ভেঙে গেছে তবে জমিজমা সংক্রান্ত আমাদের বিরোধ রয়েছে তা সমাধানের জন্য সামাজিকভাবে বসা হলে নিষ্পত্তি সম্ভব হয়নি।
এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত আলেপ উদ্দিন এর সাথে কথা হলে তিনি সাংবাদিকদের জানান এ সংক্রান্ত একটি অভিযোগ করেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হইবে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন