ইতালির নাগরিত্ব পেল জুড়ীর আলী আমজাদ খান

gbn

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গীরাই গ্রামের আলহাজ্ব আলী আমজাদ খান (সুমন) ইতালির নাগরিকত্ব পেলেন। তিনি উপজেলার ওই গ্রামের মরহুম হাজী মকসুদুর রহমান তোয়াক্কুলের ছোট ছেলে। জানা গেছে, সুমন তার পরিবারের জীবণ মান উন্নয়নে ২০১০ সালের প্রথম দিকে ব্যবসার উদ্দেশ্যে সুদুর ইতালিতে পাড়ি জমান। সেখানে গিয়ে তিনি ব্যবসা বাণিজ্য করে মোটামুটি লাভবান হন। পড়ে তার ব্যবসার  পরিধি বাড়তে থাকায় তার জীবণ মান বাড়তে থাকে। বর্তমানে তিনি স্ত্রী, ১৩ বছরের এক কন্যা ও ৭ বছরের এক ছেলেসহ ৩ সদস্যের পরিবার -পরিজন নিয়ে সেথায় সুখে শান্তিতে বসবাস করছেন। তবে ওই দেশের  নাগরিকত্ব না থাকায় কিছুটা বিচলিত ছিলেন। শেষে তিনি বিগত ১১ এপ্রিল -২০২৩ ইং ওই দেশের  নাগরিকত্ব পাওয়ার জন্য ইতালির বলসেনা পৌরসভা মেয়র বরাবর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ২৫ মার্চ- ২০২৫ ইং মঙ্গলবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় নাগরিকত্ত্ব সনদে স্বাক্ষর করেন। সোমবার (২৮ এপ্রিল)  পৌর মেয়র সনদটি তার নিকট হস্তান্তর করেন। জানতে চাইলে, আলী আমজাদ খান বলেন, আমি নাগরিকত্ত্ব
পেয়েছি। তাতে আমিসহ আমার পরিবারের সবাই খুশি। এ জন্য মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন