জালালুর রহমান, জুড়ী (মৌলভীবাজার) দেশব্যাপী গণসংযোগ পক্ষ উপলক্ষে মৌলভীবাজারের জুড়ীতে জামায়াতের কেন্দ্রীয় গণসংযোগের অংশ হিসেবে দাওয়াতিসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে জুড়ী উপজেলা আমীর হাজী আব্দুল হাই হেলালের সভাপতিত্বে ও সেক্রেটারী আজিম উদ্দীনের সঞ্চালনায়,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান। তিনি বলেন, আমরা দেশকে এমন ভাবে গড়ব যেখানে নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না। সমাজে নারী-পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে এমন একটা দেশ গড়তে চাই, যে দেশে মানুষ মর্যাদা পাবে তার গুনাগুণের ভিত্তিতে। যে মানুষটির কোয়ালিটি দেখে সমাজ তাকে যথাযোগ্য মর্যাদা দিতে বাধ্য হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আমীর মো: ফখরুল ইসলাম, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার সাহেদ আলী, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান,
মৌলভীবাজার ১ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জেলা উলামা বিভাগিয় সেক্রেটারী হাফিজ নাজমুল ইসলাম, বড়লেখা উপজেলা আমীর এমাদুল ইসলাম, কুলাউড়া উপজেলা আমীর মুনতাজিম আলী, জুড়ী উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা লোকমান হোসাইন,
আব্দুল্লাহ আল মামুন সুরমান, অফিস সেক্রেটারী লুৎফুর রহমান আজাদী। বাইতুলমাল সম্পাদক মাওলান আব্দুল কাদির, জায়ফরনগর ইউনিয়ন আমীর এডভোকেট শাখাওয়াত হোসাইন, পশ্চিম জুড়ী ইউনিয়ন সভাপতি আশরাফুল ইসলাম, পূর্ব জুড়ী ইউনিয়ন সভাপতি কাজী নজরুল ইসলাম, মুজিবুর রহমান আজিজী। লুৎফুর রহমান সিরাজী, ইসলাম উদ্দীন, আব্দুল মুকিত,আব্দুস সাত্তার, সাজিদ মাহমুদ, আলমগীর হোসাইন প্রমুখ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন