সীমান্তে বিজিবি’র অব্যহত অভিযানে ৬ দিনে ১০পিস্তল,৩৭টি গুলি,১১ ম্যাগজিন উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ৩ বিদেশী পিস্তল,১৭ গুলি ও ৪ ম্যাগজিন উদ্ধার

জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিজিবি’র দুটি পৃথক অভিযানে ৩টি বিদেশী পিস্তল,১৭ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন উদ্ধার হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয়নি। বৃহস্পতিবার (২২’নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ও গত বুধবার (২১’নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে রাঘববাটি মাঠ ও হুদমাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযানগুলি চালানো হয়। চাঁপাইনবাবগঞ্জে ৫৩ ও ৫৯’বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল সাজ্জাদ সরোয়ার ও এস এম সালাহউদ্দিন অভিযানগুলি নিশ্চিত করেছেন। এ নিয়ে ৬ দিনে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কর্তব্যরত দু’টি বিজিবি ব্যাটালিয়নের অব্যহত ও পৃথক ৫টি অভিযানে অবৈধভাবে ভারত থেকে আসা ১০টি পিস্তল,৩৭ রাউন্ড গুলি ও ১১টি ম্যাগজিন উদ্ধার হল। ৫৩’বিজিবি অধিনায়ক লে.কর্নেল সাজ্জাদ জানান, গোপন খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে তাঁর নেতৃত্তে রাঘববাটি মাঠে অভিযান চালানো হয়। এসময় সন্দেহজনক এক ব্যক্তি হাতে ব্যাগ নিয়ে বাংলাদেশের দিকে আসার সময় তাঁকে চ্যালেঞ্জ করা হয়। সাখে সাথে লোকটি ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশী করে ২টি পিস্তল,৩টি ম্যাগজিন ও ১৩ রাউন্ড গুলি পাওয়া যায়। ৫৯’বিজিবি অধিনায়ক লে.কর্ণেল এসএম সালাহ উদ্দিন জানান,বুধবার রাতে গোপন খবরের ভিত্তিতে সোনামসজিদ সীমান্ত চৌকির একটি টহল দল হুদমাপাড়া প্রাথমিক বিদ্যালয় এলাকায় তল্লাশী করে। এক পর্য়ায়ে একটি খড়ের স্তুপের মধ্যে থেকে পলিখিনে মোড়ানো ১টি পিস্তল,১টি ম্যাগজিন ও ৪রাউন্ড গুলি পাওয়া যায়। বিজিবি জানিয়েছে উদ্ধার অস্ত্রগুলি শিবগঞ্জ থানায় জমা করা হবে । ###