সাতক্ষীরায় উপকুলীয় জনগোষ্ঠির অর্থনৈতিক উন্নয়ন, বনসংরক্ষন এবং জলবায়ু ন্যায্যতা শীর্ষক গণ শুনানি অনুষ্ঠিত

gbn

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় উপকুলীয় জনগোষ্ঠির অর্থনৈতিক উন্নয়ন, বনসংরক্ষন এবং জলবায়ু ন্যায্যতা শীর্ষক গণ শুনানি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর আয়োজনে এবং অক্সফ্যাম বাংলাদেশ ও অস্ট্রেলিয়া এইড এর সহযোগিতায় বৃহস্পতিবার (এপ্রিল) সকাল ১১ টায় শহরের তুফান কনভেনশন সেন্টারে উক্ত গণশুনানি অনুষ্ঠিত হয়।

শিক্ষাবিদ প্রফেসর মোজ্জাম্মেল হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা মৎস্য অফিসার জিএম সেলিম, পানিউন্নয়ন বোর্ড সাতক্ষীরার নির্বাহি প্রকৌশলী সালাহ উদ্দীন আহমেদ, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, জেলা বনকর্মকর্তা প্রিয়াংকা হালদার, জেলা কৃষিঅধিদপ্তর খামার বাড়ির প্রতিনিধি ইঞ্জিনিয়ার হারুনার রশিদ, বেলার খুলনা বিভাগীয় সমন্বয়ক মাহফুজুর রহমান মুকুল, কোঅর্ডিনেটর এএমএম মামুন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, জেলা মহিলা দলের আহবায়ক ফরিদা আক্তার বিউটি প্রমুখ।

বক্তারা বলেন, উপকূলীয় জনগোষ্ঠীর অর্থনীতির একমাত্র মাধ্যম সুন্দরবন হলেও তা আজ ধ্বংসের দ্বার প্রান্তে। সুন্দরবনকে রক্ষা করতে না পারলে উপকূলীয় এলাকার মানুষ দারুনভাবে ক্ষতিগ্রস্থ হবে। আর তাই সুন্দরবন সংরক্ষনে বনের যেসব আইন রয়েছে তা বাস্তবায়ন করা জরুরি। আইন থাকলেও বাস্তবায়ন হয় না। অনেক সময় পর্যটকরা বনের মধ্যে প্রবেশ করে দারুনভাবে পরিবেশের ক্ষতি করে। বনের মধ্যে প্লাস্টিক সামগ্রি ফেলে আসে। এসব বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি উপকূলীয় জনগোষ্ঠীকে সুন্দরবন নির্ভরতা কমিয়ে অন্যন্যা পেশায় সংযুক্ত করতে হবে।

বক্তারা এসময় উপকুলীয় জনগোষ্ঠির অর্থনৈতিক উন্নয়ন, বনসংরক্ষন এবং জলবায়ু ন্যায্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।##

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন