Bangla Newspaper

প্যারিসে জড়ো হয়েছেন বিশ্বের প্রায় ৭০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান

42

জিবি নিউজ 24 ডেস্ক//

ফ্রান্সের রাজধানী প্যারিসে জড়ো হয়েছেন বিশ্বের প্রায় ৭০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। প্রথম বিশ্বযুদ্ধ অবসানের শতবর্ষ পূর্তির স্মরণানুষ্ঠান উপলক্ষে তাদের এই সম্মিলন।

আজ রবিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁসহ বিশ্ব নেতারা যুদ্ধবিরতির শতবর্ষ উদযাপন করবেন।ওই মহাযুদ্ধে নিহত সৈন্যদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করবেন তারা।

রবিবার বিকেলে প্যারিস পিস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ব নেতাদের স্বাগত জানাবেন ইমানুয়েল ম্যাখোঁ।

এই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বহু রাষ্ট্র ও সরকার প্রধানরা উপস্থিত থাকবেন।

Comments
Loading...