বিয়ানীবাজার প্রতিনিধি //
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নৈরাজ্য ও সন্ত্রাসী তৎপরতার প্রতিবাদে বিয়ানীবাজার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিয়ানীবাজার উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (২৪ মার্চ) রাতে বিক্ষোভ মিছিলটি সরকারি কলেজের সামনে থেকে বিয়ানীবাজার পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেটের সম্মুখে পথসভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব শহিদুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান আহমদ, উপজেলা ছাত্রদল নেতা এমরান আহমদ।
বক্তব্যে ছাত্রদল নেতৃবৃন্দ উপজেলা ছাত্রদল নেতা জাহেদ হাসান সুমন খাঁ'কে হুমকি দাতা নিষিদ্ধ ছাত্রলীগের বহিষ্কৃত জাহিদুল হক তাহমিদ তাহমিদের বিরুদ্ধে কঠিন হুশিয়ারী দেন তাঁরা। সম্প্রতির বিয়ানীবাজারে রাজনৈতিক পরিবেশ বিনষ্টে উস্কানিমূলক বক্তব্য প্রদান করে বৈরীতা তৈরি করলে চওড়া মূল্য দেওয়ার বার্তা জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা সাইদুল ইসলাম নিপু, ইমন খাঁ,তামবির আহমদ, কলেজ ছাত্রদল নেতা আবু আহসান, মাহমুদ রসীদ, শেওলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তোফায়েল হোসেন, ইকরাম, সহ ছাত্রদল নেতৃবৃন্দ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন